গাজীপুরের টঙ্গী রেল স্টেশনের কাছে অনুমোদনহীন কেমিক্যালের গুদাম যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সম্প্রতি একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই গুদামের ১০০ গজের মধ্যে জনসাধারণকে চলাচল না করার জন্য সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদনহীন এসব কেমিক্যাল গুদামের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কেমিক্যাল গুদামে এখনো তেজস্ক্রিয়তা রয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। সে জন্য ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। তাই ওই এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয় ফায়ার সার্ভিস থেকে। ফায়ার সার্ভিসের কর্মী হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে কেমিক্যালের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন অগ্নিনির্বাপণ কর্মী। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনুমোদনহীন এ গুদামটি ইতোমধ্যে বন্ধ...