নিজস্ব প্রতিবেদক : বিগত কয়েক দশকে দেখা দিয়েছে যেসব চোখে ধরা পরিবর্তন, সেগুলোই এখন জলবায়ু বিপর্যয়ের নতুন ‘নূনতম স্ট্যান্ডার্ড’ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ঋতুপ্রবাহে অস্বাভাবিকতা, বাড়তে থাকা তাপ ও বৃষ্টির চড়াই-উৎরাই — মূলত এসব কিছুই নির্দেশ করছে যে আমরা ১৪টি প্রধান জলবায়ু ঝুঁকির মধ্যে ধরা পড়েছি। বিশ্বব্যাপী “ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইনডেক্স”–এ বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। অনেক আগে থেকেই, সরকার ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’ (ন্যাপ) নামে এসব ঝুঁকি চিহ্নিত করে রেখেছে। ন্যাপে বলা হয়েছে, সময়ের সাথে এসব ঝুঁকি আরও প্রকট হবে। — অতীত: গ্রীষ্মকালে (এপ্রিল) সীমাবদ্ধ; এখন: বর্ষাকালেও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে। — মার্চ- মে সময়ের তাপপ্রবাহ এখন সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বাড়ছে। — শীত ও গ্রীষ্মপূর্ববর্তী সময় কম বৃষ্টি; বর্ষা ও পরবর্তী সময় বেশি বৃষ্টি। — অতীত রেকর্ড অনুযায়ী—ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪১ মিমি, চট্টগ্রামে ৪০৮...