নগরবাসীর জন্য পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়া আর কোনো উন্মুক্ত বিনোদন কেন্দ্র না থাকায় কদর বাড়ছে এ স্থানটির। বাকলিয়া এলাকায় কর্ণফুলীর তীর ঘেঁষে নতুন এই পর্যটন স্পট এতদঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিনোদনের অভাব পূরণ হবে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। সম্ভাবনাময় দর্শনীয় এ স্থানটি নিয়ে আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বাংলানিউজকে বলেন, নগরে বিনোদন কেন্দ্রের বেশ অভাব রয়েছে। নগরবাসী যাতে ওই এলাকায় নির্মল বাতাসে সময় কাটাতে পারে সেজন্য আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। ওই এলাকায় ভালো মানের রেস্তোরাঁ, দর্শনার্থীদের সুবিধার জন্য শৌচাগারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুরো প্রকল্প এলাকায় রাস্তার দুইপাশে বৃক্ষরোপণ করা হবে। বিশেষ করে ফুল জাতীয় কোনো বৃক্ষ। তিনি আরও জানান, প্রকল্প এলাকায় ইতোমধ্যে দর্শনার্থীর ভিড় বাড়ছে। কিন্তু ওই এলাকায়...