বিএনপি নির্বাচনে এমন প্রার্থী মনোনয়ন দিতে চায়, যার প্রতি শুধু দলের নয় বরং এলাকার অধিকাংশ মানুষের সমর্থন থাকে। নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে, তাই এককভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের প্রথম পর্বে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে, তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে। দেখুন বাংলাদেশের মানুষ গত ১৭ বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে স্পিলওভার ইফেক্ট বলতে যা বুঝায় অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি। বেকার সমস্যা বেড়েছে, দরিদ্রতা বেড়েছে। শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে...