কর্মশালার প্রশিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ শিক্ষার্থীদের প্রি-প্রডাকশন থেকে পোস্ট-প্রডাকশন পর্যন্ত চলচ্চিত্র নির্মাণের সব ধাপ যেমন গল্প তৈরি, শট বিভাজন, চিত্রগ্রহণ ও সম্পাদনা সম্পর্কে নির্দেশনা দেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআইএমএফএফ উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবীন এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন...