বরিশাল: রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাঃ রকি্ুবুল ইসলাম এ আদেশ দেন। একই সাথে আসামীকে ১ লক্ষ টাকা জড়িমানা করা হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সোহরাব হোসেন আকন বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত্য লাল মিয়া আকনের ছেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানান, বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লক্ষ টাকা যৌতুকের জন্য তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করত। ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে হত্যা করে লাশ গুম করে। এঘটনায় লিমার বোন ডলি বেগম বাদি হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করে।মুলাদী থানা পুলিশের এস আই মো. জুবায়ের তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে আদালতে চার্যশিট প্রদান করে। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষ আজ এ রায় প্রদান করে।রায় ঘোষনার...