ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, “এর আগেও ২০% কম দরপত্রে এক ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ না করেই প্রতিষ্ঠানটি পালিয়ে যায়। ফলে বিল্ডিং এখনো বসবাসের উপযোগী নয়।” তিনি আরও বলেন, “কম বাজেটের কারণে ভালো মানের সামগ্রী কেনা সম্ভব হয় না। এতে কাজের মান যেমন নষ্ট হয়, তেমনি সরকারি অর্থও অপচয় হয়।” অর্থনীতিবিদদের মতে, দরপত্রে লাভের সীমা ১০% থেকে ২০% করার ফলে অর্থনীতিতে কয়েকটি গুরুতর প্রভাব পড়বে। 1️⃣ উন্নয়ন প্রকল্পের ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি:একই প্রকল্পে ব্যয় বাড়বে দ্বিগুণ হারে। আগে ১০ কোটি টাকার প্রকল্পে এখন ব্যয় দাঁড়াতে পারে ১২ কোটি টাকা পর্যন্ত। এতে বাজেট ঘাটতি বাড়বে, সরকারকে ঋণ নিতে হবে বা কর বাড়াতে হবে। 2️⃣ প্রতিযোগিতা কমবে, একচেটিয়া প্রভাব বাড়বে:লাভ নিশ্চিত থাকায় অনেক ঠিকাদার একই দামে দরপত্র দেবে।...