অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। ওই সময়কে টার্গেট করে বিএনপির নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি চলছে পুরোদমে। প্রায় ৭০ শতাংশ আসনে সম্ভাব্য একক প্রার্থীর তালিকা দলটির হাইকমান্ডের কাছে রয়েছে। প্রার্থী বাছাইয়ে যোগ্যতার মানদণ্ড বেধে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যিনি এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছেন, যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠাবসা আছে- তাদেরকেই আমরা নমিনেশন দেবো। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। জামায়াতে ইসলামী কিছু দলকে নিয়ে বিএনপিবিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে- এমন প্রশ্নে তারেক রহমান বলেন, দেখুন, কোনো দল বা সমষ্টিগতভাবে কোনো দল যদি এমন কিছু করে- তা বাংলাদেশের যে আইনে আছে, বৈধ...