০৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে নদীপথে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভারতের বনাঞ্চল থেকে এসব গাছ ভেসে এসেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে নদীতে ভেসে আসা গাছ স্থানীয়রা নৌকা ও দড়ি ব্যবহার করে উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড় এলাকায় নদীর পাড় থেকে এসব গাছ সংগ্রহ করছেন নদী তীরবর্তী মানুষজন। স্থানীয় ঘাটিয়াল আবু সাইদ জানান, রোববার বিকেল ৩টার দিকে গাছগুলো ভেসে আসা শুরু হয়, আজ সোমবারও (৬ অক্টোবর) গাছ আসছে। স্থানীয়দের দাবি, বেশির ভাগ গাছ আগে থেকেই কাটা, আবার...