০৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম পুঠিয়ায় সোহেল হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সোহেলের পিতা লিলতাব আলী, মাহফুজুর রহমান (বাবলু), হাফেজ আ. রহমান, হাফেজ আশরাফুল ইসলামসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। নিহতের পিতা নিল্লাতাব আলী বলেন, আমি বারবার থানায় গিয়েছি। পুলিশ বলেছে আসামিদের ৮০ ভাগ শনাক্ত করেছে, কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করছি। এলাকাবাসী অভিযোগ করে বলেন, “যদি দ্রুত সোহেল হত্যার বিচার না হয়, তবে খুন, গুম আরও বাড়বে। পুলিশ যদি দোষীদের গ্রেফতার না করে, আমরা থানার ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।” এসময় মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে...