স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।নিউজজি/এসডি...