ভারত ভ্রমণে নতুন করে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করার জেরে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি ও হয়রানি বেড়েছে, তেমনি যশোরের বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। যাত্রীরা এই নতুন নিয়মকে হয়রানির কারণ হিসেবে অভিযোগ করছেন। ভারতীয় দূতাবাস গত বুধবার (১ অক্টোবর) থেকে ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে। এর আগে যাত্রীরা ভারত ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখে ফরম পূরণ করতেন। পাসপোর্টধারীরা জানান, এখন ভ্রমণের আগে 'ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল' ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেই ফরমের প্রিন্ট সঙ্গে নিতে হচ্ছে। এই প্রক্রিয়া নিয়েই যত জটিলতা: যাত্রীদের অভিযোগ, সার্ভার সচল না থাকায় ফরম পূরণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। শ্যামল কুমার রায় নামে এক যাত্রী জানান, সার্ভার সমস্যার কারণে তাঁকে এক ঘণ্টা...