কিন্তু এসব গাড়ি কেন এত ব্যয়বহুল। এর রহস্য লুকিয়ে আছে তাদের অনন্য নকশা, সীমিত উৎপাদন ও আধুনিক উপকরণে। এসব কারণে এই গাড়িগুলোর প্রতি মানুষের তীব্র আকর্ষণ। এসব গাড়ি তৈরি হয় ধনকুবের অভিজাতদের জন্য। তাঁরা এসব গাড়ি কেবল মর্যাদার প্রতীক নয়, বিনিয়োগ হিসেবেও দেখেন। সূত্র মিডল ইস্ট ইকোনমি। এই বিপুল দামের কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করেন, সীমিত উৎপাদন ও অতুলনীয় কারিগরি। গাড়ির অভ্যন্তরে অতুলনীয় কারুকাজ, মূল্যবান ধাতুর ব্যবহার ও বিশেষায়িত নকশায় তৈরি এসব গাড়ি ধনীদের মর্যাদার প্রতীক। রোলস–রয়েস ও বুগাতির মতো ব্র্যান্ড বিলাস ও নৈপুণ্যের অনন্য মিশেল। দেখে নেওেয়া যাক, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি কোনগুলো। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি রোলস-রয়েস লা রোজ নোয়র ড্রপটেইল। শিল্পী, কারিগর ও গ্রাহকদের সহায়তায় এই মডেলের মাত্র চারটি গাড়ি তৈরি হয়েছে। বর্তমান বাজারদরে (১...