দেড় মাসের প্রতীক্ষার অবসান ঘটলো। ফ্রি ফায়ারের মঞ্চে চূড়ান্ত লড়াই শেষে জানা গেছে, কে হলো দেশের সেরা। কে হাতে তুললো সেই কাঙ্ক্ষিত ট্রফি, আর কারাই উড়াল দেবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ২০২৫-এ জাকার্তায়—সব উত্তর মিলেছে। স্বপ্নের শিরোপা জিতলো রেডহকস, আর রানার্সআপ হিসেবে উজ্জ্বল হলো রেডক্লিপ। মূলত রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই মহারণ। কিন্তু গ্র্যান্ড ফিনালের আগের দিন হঠাৎ বাতিল হয়ে যায় ঢাকার ওয়াচপার্টি। তবুও গেম থেমে থাকেনি। নাটকীয় সব ঘটনার পরও অনলাইনে আয়োজন সম্পন্ন হয়, যা একসাথে উপভোগ করেছে লাখো দর্শক। টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেডহকস, ভক্তদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সঙ্গে ছিল ফেভারিট দল জ’ব্রেকার ও বাংলাদেশ টপ ওয়ান। তবে শেষ মুহূর্তে চমক নিয়ে হাজির হয় আন্ডারডগ রেডক্লিপ, শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জায়গা করে নেয় সেরা দুইয়ে। ভাগ্যের...