স্থানীয়রা সামর্থ্য অনুযায়ী সহায়তা করলেও তা যথেষ্ট হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে, এখন পর্যন্ত সহযোগিতা ও ঋণের টাকায় চিকিৎসা চলছে। কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়।সাইফুল ইসলাম সরকার ও দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।প্রতিবেশি তাহমিনা বেগম ও রকি হোসেন বলেন, দিনমজুরি করে সংসার চালাতো, এখন সংসারে দুরাবস্থা চলছে। সকলে সহযোগিতা করলে লোকটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।সাইফুল ইসলামের পুত্রবধু মোছাঃ রাশিদা বেগম বলেন, আমার শশুর গাছ কাঁটার কাজে ঢাকা গিয়ে পায়ের উপর গাছ পড়ে পা ভেঙে গেছে। একটা করে ইনজেকশনের দাম ১০ হাজার টাকা করে। ৩টি ইনজেকশন করতে হবে। অনেক টাকার প্রয়োজন।সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ বুলবুলি বেগম বলেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। আপনারা সাধ্যমত...