ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর। পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান নানাং সিগিত জানান, সিদোয়ারজো রিজেন্সির আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ধ্বংসস্তূপ থেকে রোববার (৫ অক্টোবর) রাতে আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৪ জনকে জীবিত এবং ৫৩ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। বর্তমানে ভবনের উত্তর অংশে তল্লাশি জোরদার করা হয়েছে, যা মূল কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানিয়েছেন,...