ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় গত সপ্তাহে ধসে পড়া স্কুলে ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ পর্যায়ে থাকলেও এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন। এটি চলতি বছর দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয় বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। গত সোমবার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ে। এতে স্কুলটির কয়েশ কিশোর ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে ও পরে তাদের অনেকের মৃত্যু হয়। সোমবার দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে রোববার রাতেই মধ্যে ৮০ শতাংশ আবর্জনা পরিষ্কার করেছেন। এ সময় তারা আটকা পড়া কিশোরদের মৃতদেহ ও শরীরের বিভিন্ন অংশ খুঁজে পেয়েছেন। দুর্যোগ প্রশমণ সংস্থাটির প্রতিনিধি বুদি...