জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ আদেশ সোমবার (৫ অক্টোবর) দেয়া হয়। আদালত জানায়, এই মামলায় অভিযোগ আমলে নেয়ার জন্য যথেষ্ট প্রমাণ ও উপাদান পাওয়া গেছে। অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি ১৪ অক্টোবর পর্যন্ত পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়। মামলার চার আসামিই বর্তমানে পলাতক। প্রসিকিউশন অভিযোগ আমলে নেওয়ার পরই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল। অপরদিকে, সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের...