শরীয়তপুর: ডামুড্যায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকের মর্যাদা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতুর সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকান্ত ভক্ত এছাড়া বিভিন্ন বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা অগ্রগণ্য শিক্ষকদের। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। একমাত্র শিক্ষাই শক্তি যা অন্যায়-অত্যাচারকে দূর করতে পারে।...