বহুল আলোচিত ও আকাঙ্ক্ষার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আজ সকালে প্রথম দিকেই ভোট দিয়েছেন।রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনের শুরুতেই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই সাবেক ক্রিকেটার। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। আলোচনা-সমালোচনা, মনোনয়ন প্রত্যাহার ও বিতর্ক পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদের হাতে দায়িত্ব তুলে দিতে আজ ভোট দিচ্ছেন বিসিবির কাউন্সিলররা। নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা, প্রার্থীদের আনাগোনা ও...