কথাটি কদিন ধরেই ঘুরছে। ট্রল, মিমেরও ছড়াছড়ি। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে বিষয়টি গড়িয়েছিল সংবাদ সম্মেলনেও। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা এখনো এশিয়ার দ্বিতীয় সেরা দল কিনা! এশিয়া কাপে ভরাডুবি এবং টাইগারদের কাছে টি-টোয়েন্টি সিরিজে পর্যদুস্ত হওয়ার পর ট্রট মনে করেন, রশিদ খানের দল এখন আর সেই জায়গায় নেই। অবনতি হয়েছে। তবে আফগান কোচ তার দলকে এশিয়ার দ্বিতীয় নয়, এশিয়ার সেরা দল বানাতে চান। এশিয়ার দ্বিতীয় সেরা দল প্রসঙ্গে ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা অবস্থানে আসলে নেই আমরা। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা সঠিক নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে। তবে আমি চাইব না (দ্বিতীয় সেরা দল) হতে , আমি চাইব একদম সেরা হতে।’আরও পড়ুনআরও পড়ুনদাপুটে জয়ে আফগানদের...