ইংলিশ প্রিমিয়ার লিগে ইনজুরির মধ্যেও দলকে জিতিয়ে নায়ক হয়ে উঠলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। গতকাল রবিবার রাতে অ্যাস্টন ভিলা ২–১ গোলে হারিয়েছে বার্নলিকে। এই ম্যাচে মার্টিনেজ খেলেছেন পায়ের পেশিতে চোট নিয়েই। ৩২ বছর বয়সী মার্টিনেজ ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পায়ের পেশিতে টান? কোনো সমস্যা নেই!’ তিনি চোটাক্রান্ত পায়ের পেশির একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে স্পষ্টভাবে দেখা যায় হেমাটোমার দাগ। জানা গেছে, ইউরোপা লিগে ফেয়েনুর্ডের বিপক্ষে ম্যাচের আগের ওয়ার্ম-আপের সময় তিনি এই চোট পান। এদিন মার্টিনেজের নেতৃত্বে পুরো ৯০ মিনিট খেলেছে অ্যাস্টন ভিলা। দলটির হয়ে ডনিয়েল মালেন করেন জোড়া গোল। অন্যদিকে, বার্নলির একমাত্র গোলটি আসে ৭৭ মিনিটে উগোচুকুর হেড থেকে। মার্টিনেজ যদিও সেই গোলের সময় বলের গতিপথ হারিয়ে ফেলেছিলেন, তবে পুরো ম্যাচে তাঁর কয়েকটি দুর্দান্ত সেভ দলের...