শরীয়তপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিনিয়র তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার ৬ উপজেলা ও ৬ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। এটি চলবে ১৮ দিন। প্রথম ১০...