গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে ও দুধকুমা নদীর পানি বিপদসীমার সামান্য নিচে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এতে করে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় রোপা আমন, সবজি, মাস কালাইসহ বিভিন্ন ফসলী পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোঁবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত জেলায় মোট ১২ শত ২৭ হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে...