নেত্রকোনার মদন উপজেলায় তুচ্ছ কারণে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ন’টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম হারুন চৌধুরী (৬০)। তিনি একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গেছে, রুদ্রশী ও শিবপাশা গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। শিবপাশা গ্রামের কৃষক হারুন চৌধুরী রবিবার রাত ন’টার দিকে কৃষি শ্রমিকের খোঁজে রুদ্রশী গ্রামে যান। এ সময় তুচ্ছ কারণে রুদ্রশী গ্রামের শাহাবুদ্দিন নামক এক ব্যক্তির সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এর জেরে শাহাবুদ্দিনসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা পলক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার চাচা কৃষি শ্রমিক খুঁজতে রুদ্রশী...