কাজের চেয়ে প্রেম-বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলক বেশি আলোচনায় থাকা ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সেসব নিয়ে এই অভিনেত্রী অকপট হয়েছেন এক অনুষ্ঠানে এসে। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দশম পর্বে প্রায় দেড় ঘন্টার আলাপচারিতায় নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরীমনি; প্রথম বিয়ে, গায়ক শেখ সাদিকে নিয়ে আলোচনা থাকার বিষয়গুলোও খোলাসা করেছেন। গায়ক শেখ সাদির সঙ্গে পরীমনির সম্পর্ক কি জানতে চাইলে সঞ্চালককে তিনি বলেছেন, গায়ক শেখ সাদি তার ছোট ভাইয়ের মত। বর্তমানে পরীমনি ‘সিঙ্গেল’ কি না জানতে চাইলে তিনি বলেন, “না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার কেন জানি সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।” কতবার বিয়ে করেছেন...