ছাত্র আন্দোলনের সময় থেকে সরব কণ্ঠস্বর আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতে তাকে সরব দেখা যায়। এবার এক পোস্টে তিনি জানান, তিনি ‘ব্যর্থ’ হয়েছেন। আর এই ব্যর্থতার জন্য নিজেকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে। যে অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম, পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে, চেষ্টা করেছিলাম সমাজের বানানো ‘নারী’ হতে। কিন্তু ব্যর্থ হয়েছি। আর সেই ব্যর্থতার জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই।’ সমাজ ও চারপাশের চাপে বাঁধনকে সবসময়ই দেখা গেছে নির্ভীক কণ্ঠে কথা বলতে। নিজের ভাবনা ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। এরপর তিনি লেখেন, ‘আমি অন্য...