তিস্তার পানি লোকালয়ে প্রবেশ করায় জাল দিয়ে মাছ ধরছেন এলাকার নারী-পুরুষরা। সোমবার সকালে তোলা ছবি ভারী বৃষ্টি ও উজানের ঢলে বিপৎসীমা অতিক্রম করার পর তিস্তার পানি কমতে শুরু করেছে। সোমবার (৬ অক্টোবর) পানি কমে আসায় নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন লালমনিরহাটে নদীর তীরে বসবাসকারী মানুষজন। তবে, কমেনি তাদের কষ্ট, এখনো নিম্নাঞ্চলে পানি রয়েছে। নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতংক। লালমনিরহাট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত পানিবন্দী মানুষদের খোঁজখবর নেন এবং তাদের তালিকা তৈরি করেন। জেলা প্রশাসন বন্যাকবলিত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তার প্রস্তুতি সম্পন্ন করেছেআরো পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ধরে বন্ধ টিকাসেবা৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক লালমনিরহাট পানি...