দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৬ অক্টোবর, ২০২৫, ১১:১৪:৩০ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া: প্রকৃতির আবহাওয়া ও বর্ষার কারণে এবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কুমারদের মৃৎশিল্পের তৈজষপত্র বিক্রি না হওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। পশ্চিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে। উত্তরবঙ্গের মধ্যে বগুড়া জেলা মৃৎশিল্পের জন্য বিখ্যাত।দুপচাঁচিয়ায় প্রতিটি পালদের ঘরে মাটির তৈরি হাঁড়ি-পাতিল,কলস,মাটির ব্যাংক,থালা,ফুলের টপ, কড়াই, শিশুদের খেলনার বিভিন্ন ধরনের শিল্পকর্মের দ্বারায় তৈরি করেছে। এখানকার পথে প্রান্তরে,পর্যটন কেন্দ্রে ও পার্ক গুলোতে নানা শিল্পকর্ম কিনতে পাওয়া যায়। এগুলো পালেদের তৈরি পণ্য।পৌর এলাকার পালপাড়া ও পালবাড়ি মহল্লায় ঘুরে মৃৎশিল্প কারিগর খগেন চন্দ্র পাল জানান, মৃৎশিল্পের তৈরিতে মাটি ও খড় কিনতে হয়। আমরা এগুলো কেনার জন্য বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ উত্তোলন করে তৈজষপত্র তৈরি করি।...