নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এরইমধ্যে নাজমুল আবেদীন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার আহমেদ মিঠুর মতো হেভিওয়েট প্রার্থী উপস্থিত হয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারবেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পারবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশেষ করে তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীদের সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব কোটা বা ক্যাটেগরি-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই ফিকে হয়ে গেছে। তবুও এই ক্যাটাগরিতে ১৭ জন...