বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। বিসিবির এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা। এর মধ্যে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। বিসিবির এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা। এর মধ্যে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। অথচ তার বিসিবি সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা ছিল। জেলা কিংবা বিভাগীয় অনেক কাউন্সিলরও বিসিবির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। হাসিবুল আলম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, মীর হেলালরা সরে দাঁড়িয়েছেন। গতকাল বিসিবিতে এ নিয়ে কথা বলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি নির্বাচন বয়কট করা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যারা এখানে আসছে না বা...