মিশরে হামাস ও ইসরায়েল যে পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে, তার আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে ‘দ্রুত এগোতে’ বলেছেন। বিবিসি লিখেছে, হামাস যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মত হওয়ার পর সোমবার এই আলোচনা হতে যাচ্ছে। তারা জিম্মিদের মুক্তি দেওয়া এবং গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, তবে অন্যান্য বিষয়ে আলোচনা চাইছে। হামাস যা বলেছে, তাতে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তাদের নিরস্ত্রীকরণ এবং ভবিষ্যতে গাজা শাসনে অংশ না নেওয়ার মত মূল দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আলোচনা ‘খুব সফল’ হয়েছে দাবি করে ট্রাম্প সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমাকে বলা হয়েছে, বৈঠকের প্রথম ধাপ এই সপ্তাহে শেষ হবে এবং আমি সবাইকে দ্রুত এগোতে বলছি।” মার্কিন প্রেসিডেন্ট এও বলেন, “সময়...