ঢাকা-বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহ্সুদ। চলতি মাসের শেষ দিকে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে চলবে দুদিন। এরইমধ্যে শেষ হয়েছে সংস্কারকাজ। এতে খরচ আনুমানিক আড়াই কোটি টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বলছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি তিনটি স্টিমারও সংস্কার করা হচ্ছে। আঠারো শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এ অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদীপ্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস। যা চলে বহু বছর। তবে ২০২২ সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায়...