ছয় দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলনরত মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা টাঙ্গাইলে ছয় দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেরার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনের আন্দোলন সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।আরো পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ধরে বন্ধ টিকাসেবাকুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ টাঙ্গাইল সদর...