০৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম পশু প্রাণীর প্রতি তারেক রহমানের ভালোবাসার কথা কমবেশি সবারই জানা। তবে এবার অনন্য দৃষ্টান্ত দেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত প্রাণী প্রেমীরা। দেশের বৃহত্তম একটি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শত ব্যস্ততার মাঝেও পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করতেও যে তিনি ভোলেন না-সেই প্রশংসা এখন নেটিজেনদের মুখে মুখে। অসুস্থ ও আহত প্রাণীদের জন্য অনন্য এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। পথের প্রাণীদের কথা ভেবে সংস্থাটিকে এই অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছেন তারেক রহমান। কেউ আহত বা অসুস্থ প্রাণীর ঠিকানা বললেই সেখানে ছুটে যাচ্ছে এটি। তারেক রহমানের ঘনিষ্ঠরা আরও জানিয়েছেন, তিনি বাংলাদেশে বিভিন্ন প্রাণী আশ্রয়কেন্দ্রে গোপনে...