ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে তিন শত বছর আগে হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ গুপ্তধন। ট্রেজার কোস্ট এলাকায় ডুবুরিদের একটি বিশেষ দল এই ঐতিহাসিক ধনসম্পদের সন্ধান পায়।উদ্ধার হওয়া সম্পদের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা। ধনসম্পদটির মধ্যে রয়েছে এক হাজারেরও বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা, যেগুলো কেবল অর্থমূল্যে নয়—ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান।ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল। ১৭১৫ সালে এই সম্পদ স্পেনগামী একটি জাহাজ বহরে করে ইউরোপে পাঠানো হচ্ছিল। তবে পথে ভয়াবহ ঝড়ে বহরের ১১টি জাহাজই ডুবে যায়। ওই দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং মূল্যবান সম্পদগুলো ছড়িয়ে পড়ে সাগরের তলদেশে।ফ্লোরিডার ট্রেজার কোস্ট এলাকায় এর আগেও বহুবার মূল্যবান ধাতব...