আটকে পড়া পর্যটকদের উদ্দেশে তিনি বলেছেন, “আটকে পড়া পর্যটকদের প্রতি আমার অনুরোধ, তারা যেন এখন তাড়াহুড়ো না করেন। আপনারা যেখানে আছেন, থাকুন। হোটেলগুলোকে অনুরোধ, পর্যটকদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না-নেওয়া হয়। এটা আমাদের দায়িত্ব। প্রশাসন বিষয়টা দেখে নেবে।’’ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নরেন্দ্র মোদি বলেছেন, দার্জিলিংয়ে উদ্ধার তৎপরতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারনিউজজি/এস আর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধসের...