মোট ২৩টি পরিচালক পদের জন্য কাগজে-কলমে লড়ছেন ৩৩ জন প্রার্থী। যাদের মধ্যে ৫ জন নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ভোটের আগেরদিন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের নাম ব্যালটে থাকছে। এর আগে মোট বৈধ মনোনয়ন ছিল ৪৯টি। সেখান থেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবালসহ ১৬ জন। মোট তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন প্রার্থী। জেলা ও বিভাগীয় সংস্থা থেকে পরিচালক হবেন ১০ জন, ঢাকার ক্লাব থেকে ১২ জন এবং বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে ১ জন। বাকি দুজন পরিচলাক মনোনীত হবেন জাতীয় ক্রীড়া...