নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর প্রায় এক যুগ পার হলেও একাই বসবাস করতেন মমতাজ বেগম। তার এক ছেলে ও এক মেয়ে। তারা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী—দিনে সুফিয়া বেগম (৪০) এবং বিভিন্ন জায়গার জমি দেখাশোনা ও রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১)। তার বাড়িও একই মহল্লায়।শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুটপ্রতিদিনের মতো এশার নামাজ শেষে আবু শামা বাড়িতে ফিরে এসে দেখেন, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন ও তার মুখমণ্ডল থেঁতলানো ছিল। আবু শামার...