দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ১ কিলোমিটার কাঁচা রাস্তায় ভুগছে অর্ধলাখ মানুষ। দ্রুত রাস্তাটি পাকা করে সমস্যা থেকে মুক্তি চান এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই গ্রামের মামুনের বাড়ি থেকে বাঁশমুড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তাটিতে বৃষ্টির কারণে হাঁটু পরিমাণ কাদা জমে আছে। ফলে মানুষজন চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে বাওনা, ইটাই, বাঁশমুড়ি, আলীহাটসহ বেশকিছু গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। তারা ইচ্ছা করলেও কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারছেন না। আবার অসুস্থ রোগীকেও চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না। রাস্তাটির কারণে গ্রামীণ অর্থনীতিতে পড়ছে বড় ধরনের প্রভাব। বাঁশমুড়ি গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন বলেন, বর্ষাকাল এলে বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে যায় আমাদের জন্য। কাদার কারণে না পারি বাজারে যেতে, না...