দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিলেন কার্লো আনচেলত্তি। তবে রোমার খেলোয়াড় ওয়েসলি চোট পাওয়ায় ব্রাজিল জাতীয় ফুটবল দলে স্কোয়াডে আবারও পরিবর্তন আনতে হয়েছে। ওয়েসলির বদলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কোর ডিফেন্ডার পাওলো হেনরিক। ২৯ বছর বয়সী পাওলো হেনরিক ভাস্কোর হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৪টি, অ্যাসিস্ট ৫টি। গতকাল রবিবার ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। এর আগে আরেক ডিফেন্ডার ভ্যান্ডারসন ইনজুরির কারণে ছিটকে যান। তার জায়গায় আগেই বোটাফোগোর ভিতিনহো ডাক পেয়েছিলেন। একই দিনে এডারসন চোটে পড়লে ডাক পান জন। আজ সোমবার ব্রাজিল দলের সিউলে পৌঁছানোর কথা আছে। আগামী শুক্রবার (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং মঙ্গলবার (১৪ অক্টোবর) তারা জাপানের বিপক্ষে মাঠে নামবে। এদিকে ১৫...