নাটোর জেলা ও স্থানীয় পর্যায়ের গণঅধিকার পরিষদের ৩৬ জন নেতাকর্মী সাময়িকভাবে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার (৫ অক্টোবর) বিকেলে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ওই নেতারা পৃথকভাবে-কিন্তু একযোগে-পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা দেন। ঘোষণা অনুযায়ী, লালপুর উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটিসহ মোট ৩৬ জন সদস্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান এবং অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল। পদত্যাগের কারণ সম্পর্কে লালপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, এগুলো ব্যক্তিগত সিদ্ধান্ত; আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তিনি এই সিদ্ধান্তকে কোনো রাজনৈতিক সংঘাতের অংশ...