রাশিয়া জেট ইঞ্জিনচালিত নতুন হামলাকারী ড্রোন তৈরি করেছে, যা ইলেকট্রনিক যুদ্ধ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে দাবি তাদের। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে দুই পক্ষই ড্রোন ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। এ যুদ্ধে ড্রোনকে যেমন নতুন উপায়ে ব্যবহার করছে ইউক্রেইন তেমনি নানা দিক থেকে উদ্ভাবনী পন্থা নিয়েছে রাশিয়াও। ইউক্রেইনে ব্যয়বহুল রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বদলে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ড্রোন অনেক সাশ্রয়ী এবং কোনো ড্রোন যদি কোনো দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হয়ে যায় তবে আরেকটি ড্রোন সহজেই তার জায়গা নিতে পারে, যা যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের বড় একটি কারণ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের অনেক অংশে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এগুলো নির্দিষ্ট এলাকায় গিয়ে অপেক্ষা করে তারপর লক্ষ্যবস্তুতে আঘাত হানে ও...