পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছেন প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে পটুয়াখালী জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এদিকে, আজ সন্ধ্যায় আকাশে উড়ানো হবে নানা রঙের হাজারো ফানুস। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধরা।আরো পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়‘বাংলাদেশে সম্প্রীতিই আসল’ রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সোমবার (৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপপূজার মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। এসময় বৌদ্ধ ভিক্ষুসহ রাখাইন নর-নারীরা বুদ্ধকে ফুল, বাতি ও অন্যান্য সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে...