কোনো ব্যক্তি নয়, গণতন্ত্রকামী জনগণই জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়। জুলাইয়ের মাস্টারমাইন্ড বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে আমি কখনই আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনে গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে। তিনি বলেন, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে ছিল- এমনটি অবশ্যই নয়। সেদিন মাদ্রাসার ছাত্ররাও মাঠে ছিলেন। গৃহিনীরা, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী - তারাও নেমে এসেছিলেন। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে নেমে এসেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অনেক সাংবাদিক আছেন যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে...