নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আওতাধীন কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ চুক্তির মাধ্যমে কর ফাঁকির অভিযোগে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্য অনুযায়ী, এসএ গ্রুপ ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ, তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকারের মাধ্যমে জান্নাতুল মিতুর সঙ্গে ১ কোটি টাকার ঘুষ চুক্তি করেন। এরই অংশ হিসেবে ৩৮ লাখ টাকা ঘুষ প্রদান করা হয়। বিনিময়ে মিতু ১২টি কর বর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি অবৈধভাবে হস্তান্তর করেন। সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সালাহ উদ্দিন আহমেদের ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার করযোগ্য আয় করমুক্ত ‘সেবা খাতে’ দেখিয়ে, করফাঁকি দেওয়া হয়। যদিও তিনি বিভিন্ন আদালতে আপিল করেও নিজের পক্ষে রায় পাননি। পরে আইনজীবী ওবায়দুল হক সরকার কর...