সংযুক্ত আরব আমিরাতে টানা বাড়ছে সোনার দাম। শুক্রবার (৩ অক্টোবর) সকালে থেকে প্রতি গ্রামে আরও ২ দিরহাম বেড়ে সন্ধ্যায় ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৩০.৫০ দিরহামে, যা সকালে ছিল ৪২৯ দিরহাম। একই দিনে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৪৬৫ দিরহাম, সকালে ছিল ৪৬৩.২৫ দিরহাম। মাত্র সাত দিন আগেও দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ ছিল ৪৫২.২৫ দিরহাম এবং ২২ ক্যারেট ৪১৮.৭৫ দিরহাম। অন্যদিকে ভারতের বাজারেও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে—শুক্রবার সকালে ২৪ ক্যারেট বিক্রি হয়েছে প্রতি গ্রাম ১১,৮৬৯ রুপি ও ২২ ক্যারেট ১০,৮৮০ রুপিতে। 🌍 বিশ্ববাজারের প্রভাববিশ্ববাজারে স্বর্ণের দাম এখনো প্রতি আউন্সে ৩,৮০০ ডলারের ওপরে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন সংকট এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা এই ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে। 💬 বিশ্লেষকদের মন্তব্যবিশ্লেষক রানিয়া গুলে জানান, বিনিয়োগকারীরা...