সে বহুকাল আগের কথা। আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে পৃথিবীতে দুটি পরাক্রমশালী রাজ্য ছিল।রাজ্য বললে ভুল হবে-ওগুলো ছিল প্রাচীন দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য। একটির নাম লিডিয়া এবং অপরটির নাম ছিল মিডিয়া। সাম্রাজ্য দুটির একাংশ যদিও আজকের চীন-ভারতের মতো লাগোয়া ছিল কিন্তু অপর অংশগুলোর বিস্তৃতি এত বিশাল ও ব্যাপক ছিল, যা আজকের জমানায় অনেককেই হতবাক করে যে এত বড় সাম্রাজ্য শত শত বছর ধরে বংশ পরম্পরায় কীভাবে ন্যায়বিচার-সুশাসন-প্রজ্ঞা পালন এবং জনকল্যাণে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তা মধ্যযুগ কিংবা আধুনিককালেও কেন সম্ভব হচ্ছে না। আজকের নিবন্ধে লিডিয়া ও মিডিয়া সাম্রাজ্যের কথা কেন মনে পড়ল তা নিয়ে সংক্ষেপে আলোচনা করে মূল প্রসঙ্গে চলে যাব। আওয়ামী সরকার তথা সদ্য সাবেক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু, তার দাফন কাফন এবং বাংলার...