বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ইন্ডাস্ট্রিতে বদমেজাজি হিসাবে পরিচিত। নানা কারণে তাকে নিয়ে মানুষ নিন্দামন্দ করে থাকেন। কিন্তু তার একটি অচেনা দিকও আছে, যে কথা কেউই জানেন না। তারা শুধু জানেন— ছবি তুলতে পছন্দ করেন না জয়া বচ্চন, বিরক্তিবোধ করেন। তাই ক্যামেরা দেখলেই মেজাজ হারান অভিনেত্রী। সে কারণে প্রায়ই কটাক্ষের শিকারও হতে হয় জয়া বচ্চনকে। কিন্তু তিনি নাকি নীরবে বেশ ভালো কাজ করে যাচ্ছেন। এইচআইভি ও ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়মিত সাহায্য করেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে জয়া বচ্চনকে নিয়ে লেখা দীর্ঘ পোস্টে এমনটাই জানালেন অভিনেতা সুশান্ত দিবগীকর। সুশান্ত লিখেছেন, জয়াদির বিষয়ে মানুষ প্রায়শই বদনাম করে থাকেন। সামাজিক মাধ্যমে তাকে প্রবলভাবে আক্রমণ করা হয়। ওর বিষয়ে কিছু গল্প তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ আসলে জানেই না ওর ব্যাপারে। না জেনে ওকে নিয়ে...