আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বোলার আর ফিল্ডিং ইউনিটের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। আফগানিস্তানকে ৯ উইকেটে ১৪৩ রানে থামিয়ে দেয় টাইগাররা। মোহাম্মদ সাইফউদ্দিন মাত্র ১৫ রানে নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ১৮ রানে নেন ২টি। তানজিম হাসান সাকিবও শিকার করেন দুই উইকেট। বোলারদের নির্ভুল বোলিংয়ে পুরো ইনিংসজুড়ে আফগান ব্যাটাররা চাপে ছিলেন। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলকে ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দেওয়া জাকের ম্যাচশেষে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ছেলেরা এশিয়া কাপে হতাশার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে তারা ফিরে এসেছে, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সবচেয়ে বেশি খুশি আমরা ফিল্ডিং নিয়ে। জেমস প্যামেন্ট ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন। আমরা ফিল্ডিং ইউনিট হিসেবে ভালো কাজ করছি। আমাদের বোলাররা অসাধারণ করেছে—তারা...